যান্ত্রিক ত্রুটির কারণে ফের থমকে গেল মেট্রো পরিষেবা ৷ ঘটনাটি ঘটে বেলা ১১টা ০৪ মিনিট নাগাদ বরানগর মেট্রো স্টেশনে। হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় থমকে যায় মেট্রো । এর ফলে মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয় । মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ট্রাকশন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ঘটে । তবে দ্রুত বিষয়টি নজরে আসায় মেট্রো রেলকর্মীরা কাজ শুরু করেন । বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং আবারও ট্রেন চালু হয়েছে । যতক্ষণ পর্যন্ত বরানগরে ট্রেন আটকে ছিল ততক্ষণ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু ছিল। বেলা ১১টা ৪০ মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ।