দেশ

আগামী ২৭ মার্চ থেকে দেশে চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

করোনার গ্রাফ নিম্নমুখী হতেই আন্তর্জাতিক বিমান পরিষেবা ফের চালু করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি এফ ইন্ডিয়া। ২৭ মার্চ রবিবার থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা আগের মতোই চালু হবে যাবে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি এফ ইন্ডিয়া। তবে মাস্ক পরা এবং দূরত্ববিধি মেনে চলার নিয়ম যথারীতি বহাল থাকছে। সংস্থা জানিয়েছে, কোভিড পর্বে বিমানে আসন ফাঁকা রাখা এবং বিমানকর্মীদের পিপিই কিট পরার যে নিয়ম ছিল, তাও তুলে নেওয়া হচ্ছে। দুবছর আগে করোনার বাড়বাড়ন্তের সময় আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। দীর্ঘদিন বন্ধ ছিল দেশের মধ্যে বিমান চলাচলও। পরে পরিস্থিতি একটু উন্নত হলে ফের চালু হয় দেশের মধ্যে বিমান যাতায়াত। আন্তর্জাতিক পরিষেবা স্বাভাবিক করার চিন্তাভাবনাও শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর চালু করা হয়নি। এখন দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। আগামী ৩১ মার্চের পর থেকে দেশ থেকে করোনা আইনও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক করার ব্যাপারে চাপ আসছিল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছিল। অন্যান্য সব দেশেই এখন আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে। সব দিক বিবেচনা করেই ২৭ মার্চ থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আন্তর্জাতিক উড়ানের পরিষেবা পুরোদমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।