ভবানীপুর জুড়ে জারি ১৪৪ ধারা, কড়া নিরাপত্তার ব্যবস্থা গোটা বিধানসভায়, ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
জেলা

 উপনির্বাচন নিয়ে জরুরি বৈঠক কমিশনের, সোমবার থেকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

আগামী ১২এপ্রিল উপনির্বাচন বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে ৷ আগেই জানা গিয়েছিল এই দুই কেন্দ্রে এলাকা টহল দিতে রবিবার রাজ্যে আসবে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার জানা গিয়েছে, এই বাহিনীর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য মোতায়েন থাকছে ১৭ কোম্পানি ৷ বাকি ১১৬ কোম্পানি পাঠানো হচ্ছে আসানসোলে। সোমবার থেকেই এরিয়া ডমিনেশন ও রুটমার্চ শুরু করার কথা কেন্দ্রীয় বাহিনীর ৷ শনিবার উপনির্বাচনের নিরাপত্তা বিষয়ে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফ ও সিআইএসএফের কর্তারা। ভোটের দিন এই দুই কেন্দ্রের বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কী হবে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ৷ ঠিক হয়েছে, যে ভোটকেন্দ্রে 1টি বুথ আছে সেখানে ৪ জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাহারায় থাকবেন। যে ভোট কেন্দ্রে দুই থেকে চারটি বুথ রয়েছে সেখানে থাকবে ১ সেকশন বাহিনী। ৫ থেকে ৮টি বুথের ভোটকেন্দ্রে থাকবে ২ সেকশন অর্থাৎ ১৬ জনের বাহিনী। ভোটকেন্দ্রে ৯টি এবং তার বেশি বুথে থাকলে সেখানকার দায়িত্বে থাকবে ৩ সেকশন অর্থাৎ ২৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ এছাড়াও ১ সেকশন করে বাহিনী থাকবে কিউআরটি (কুইক রেসপন্স টিম)-র জন্য। ভোটের দিন দুই কেন্দ্রের সমস্ত সরকারি, আধাসরকারি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল-সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সেই কারণে এনআই অ্যাক্ট অনুসারে ওই দিন এই দুই কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দুই কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানে পোলিং স্টেশন তৈরি করা হবে। পোলিং স্টেশন তৈরি করা হবে ওই দুই কেন্দ্রের সরকারি দফতরেও। যদিও ওই কেন্দ্রের কোনও ভোটার অন্যত্র থাকেন, তাঁর ক্ষেত্রে 12 এপ্রিল বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে।