সরকারি স্কুলের পড়ুয়াদের নীল-সাদা পোশাক ও তাতে বিশ্ব বাংলা লোগো বসানো নিয়ে বিতর্ক চলছে রাজ্যে ৷ তার মধ্যেই এবার সামনে এল নয়া পোশাক ‘ফতোয়া’ ৷ এবার কলকাতার এক কলেজে ৷ যেখানে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পড়ুয়ারা ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) পরে ক্লাসে এলে তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ টিসি দিয়ে দেওয়া হবে ৷ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি এই নির্দেশিকা জারি করেছেন ৷ তবে শুধু পড়ুয়া নয়, কলেজ স্টাফদের জন্যও এই নিয়ম কার্যকর হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। গত ২৩ মার্চ এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই নির্দেশিকার বয়ানে বলে হয়েছে, কলেজের পড়ুয়া,
শিক্ষাকর্মীরা ছেঁড়া পোশাক বিশেষত ছেঁড়া প্যান্ট পরে কলেজে আসতে পারবেন না ৷ এই ধরণের পোশাক খুবই অশোভন ৷ নিয়ম অমান্য করলে প্রয়োজনে টিসি দিয়ে দেওয়া হবে সেই পড়ুয়াকে ৷ এই বিষয়ে কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতির সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পড়ুয়াদের জিন্স পরায় আমার কোনও সমস্যা নেই। তবে লক্ষ্য করছিলাম দিনের পর দিন কয়েকজন পড়ুয়া ছেঁড়া-ফাটা জিন্স পরে কলেজে আসছিল। এই প্রবণতা যেন দিনে দিনে বেড়েই চলেছে । ছেঁড়ার মাত্রা ক্রমশ আরও বেড়ে চলেছে। কলেজে পঠন-পাঠন হয়, তবে সেখানে যদি এই ধরনের অশোভন পোশাক ফ্যাশন হয়ে তবে তা মেনে নেওয়া যায় না।”