রাজ্য বিধানসভায় হাতাহাতি। বগটুইকাণ্ড ও রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভের জেরে সোমবার বিধানসভায় নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অন্যদিকে, বিরোধী বিধায়ক মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে তাঁকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিধায়কদের বিরুদ্ধে। এনিয়ে সরব হলেন ফিরহাদ হাকিম। বিধানসভায় গোলমাল নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, বিধানসভায় রোজ এরা অসভ্য়তা করে। বিধানসভা বক্তব্য রাখার জায়গা। মারপিট বা ভাঙচুর করার জায়গা নয়। এরা রেগুলার স্পিকারের কাছে গিয়ে বিক্ষোভ দেখায়। লাইট ভেঙে দিয়েছে। মার্শালদের মেরেছে। আমাদের এক বিধায়ক যখন ওদের মানা করতে গিয়েছে তখন দেখুন তাকে ধরে কেমন ঘুসি মেরেছে, দেখুন কী অবস্থা। অন্যদিকে, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, অসিত মজুমদার বলছেন, শুভেন্দু অধিকারী ও কয়েকজন বিধায়ক মিলে পরপর দুটি ঘুসি তার নাকে মারে। তার নাকে গভীর ক্ষত হয়ে গিয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে। উল্লেখ্য, ওই ঘটনার জেরে বিজেপির ৫ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। সেই তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত, শংকর ঘোষ, দীপক বর্মা।