আজ বুধবার, পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ৮০ পয়সা করে বেড়েছে ৷ এ নিয়ে গত ৯ দিনে ৮ বারে মোট ৫ টাকা ৬০ পয়সা দাম বৃদ্ধি পেল। নয়া দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ১০০.২১ টাকা থেকে বেড়ে হল ১০১.০১ টাকা ৷ গতকাল ডিজেলের দাম ছিল ৯১.৪৭ টাকা, যা আজ হল ৯২.২৭ টাকা ৷ দেশজুড়ে জ্বালানির মূল্য একই হারে বৃদ্ধি পেলেও বিভিন্ন রাজ্যে স্থানীয় কর অনুযায়ী দাম আলাদা হবে ৷ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সাড়ে চার মাস ধরে জ্বালানির মূল্য একই রেখেছিল তেল কোম্পানিগুলি ৷ চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম –
- দিল্লি- পেট্রোল ১০১.০১ টাকা, ডিজেল ৯২.২৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৫.৮৮ টাকা, ডিজেল ১০০.১০ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৬.৬৯ টাকা, ডিজেল ৯৬.৭৬ টাকা
- কলকাতা- পেট্রোল ১১০.৫২ টাকা, ডিজেল ৯৫.৪২ টাকা