দু’বছর পর ভক্তদের জন্য খুলল কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে সবকিছুই স্বাভাবিক হচ্ছে ৷ দীর্ঘ করোনা পরিস্থিতির পর কামারপুকুর রামকৃষ্ণ মঠে শুরু হচ্ছে বসে প্রসাদ গ্রহণ । কামারপুকুর রামকৃষ্ণ মঠে সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়া হল, জানিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ লোকেত্তরা নন্দ জী মহারাজ। এখন থেকে সকাল ৭টায় মন্দিরের গেট খোলা হবে এবং বেলা ১১ঃ৩০টা পর্যন্ত গেট খোলা থাকবে। বিকেলে আবার ৪টের সময় গেট খোলা হবে রাত ৮ঃ৩০টা পর্যন্ত খোলা থাকবে। জানা গিয়েছে, আজ থেকেই মন্দিরের ভেতর প্রবেশ, মন্দিরের সামনে বসে আরাধনা, জপ ও আরতি দেখার সুযোগ পাবেন ভক্তরা। এমনকি প্রসাদ গ্রহণের সুযোগও পাবেন ভক্তরা।