জেলা

দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে মেলেনি বেড, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুর। পরিবারের দাবি, ৫ হাসপাতালে ১৪ ঘণ্টা ধরে ঘুরেও চিকিৎসা পাননি দুর্ঘটনায় জখম ব্যক্তি। শনিবার রাতের এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ ও জেলা স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে এদিন সকাল ৮টা নাগাদ অবরোধ ওঠে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৷ মৃত ব্যক্তির নাম নির্মল মণ্ডল ৷ বয়স আনুমানিক 62 বছর । এর প্রতিবাদে আজ সকালে রাস্তায় প্রৌঢ়ের মৃতদেহ নিয়ে বসে পড়ে পরিবার এবং স্থানীয়রা ৷ পুলিশের তোলাবাজি স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা এবং ক্ষতিপূরণের দাবিতে দুর্গাপুরের জব্বর পল্লি এলাকায় পথ অবরোধ করে তারা । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ।মৃতের ছেলে রণজয় মণ্ডলের অভিযোগ, শনিবার দুপুরে জব্বর পল্লি এলাকায় একটি বাইক ধাক্কা মারে তাঁর বাবাকে । গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আহতকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে হেনস্থা হতে হয়েছে তাঁদের ৷ কোনও হাসপাতাল জানিয়েছে বেড নেই, কোনও হাসপাতাল বলেছে চিকিৎসার উপযুক্ত যন্ত্রপাতি নেই । কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে হাসপাতালগুলি কানেই তোলেনি তা এই ঘটনা থেকেই স্পষ্ট ৷ রাজ্য সরকার ভাল পরিষেবার দাবি করলেও কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তির ৷