ছাত্র নেতার হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যপাল সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছেন ৷ দুপুর ১টার সময় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ৷ এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, “ভাইরাল হওয়া ভিডিওতে যে উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে তার প্রেক্ষিতে আগামীকাল দুপুর ১টায় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছি ৷ এই ধরণের ঘটনা যেখানে আইন লঙ্ঘনকারীরা আইনের তোয়াক্কা না করে নিজেদের পথে হাঁটছে, তা আইনমান্যকারীদের জন্য ভয়ের ৷” এই ঘটনার ভিডিও এদিন টুইটারে শেয়ার করেছেন রাজ্যপাল ৷ ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টেকনো থানার পুলিশ । উপাচার্যকে চড় মারর কথাও শোনা গিয়েছে এই ছাত্রনেতার মুখে ৷