কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সাম্প্রতিক রায় নিয়ে এবার আপত্তি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য বার কাউন্সিল। বার কাউন্সিলের তরফে বৈঠকের জন্য সময় চেয়ে প্রধান বিচারপতির কাছে চিঠিও দেওয়া হয়েছে । বার কাউন্সিলের বক্তব্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ডিভিশন বেঞ্চ সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং প্রশাসনিক নির্দেশ জারি করেছেন তা নজিরবিহীন । বিচার ব্যবস্থার ক্ষেত্রে এটি অসম্মানজনক বলেও মনে করছে আইনজীবীদের রাজ্য সংগঠন । এই ঘটনা নিয়ে তাই আলোচনার জন্য সোমবারই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সময় চাওয়া হয়েছে রাজ্য বার কাউন্সিলের তরফে ৷উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি ও গ্রুপ-সি এবং শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি হয়েছে মনে করে এই সংক্রান্ত চারটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু তাঁর প্রত্যেকটি নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ৷ এতেই ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ গত সপ্তাহে এই বিষয়ে প্রশাসনিক নির্দেশ জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনি । ডিভিশন বেঞ্চ তাঁর হাত বাঁধতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।কিন্তু সিঙ্গল বেঞ্চের একজন বিচারপতির এই ধরনের পদক্ষেপে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলরের সদস্যরা । তাঁদের মতে, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন । সিঙ্গল বেঞ্চের একজন বিচারপতি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এটা কলকাতা হাইকোর্টের বিচার ব্যাবস্থায় যে বন্ধুত্বপূর্ণ অবস্থা বজায় ছিল তাকে বিঘ্নিত করবে বলে মনে করছেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা ৷ বিষয়টি প্রধান বিচারপতিকে লেখা চিঠিতেও উল্লেখ করা হয়েছে বার কাউন্সিলের তরফে ৷