দেশ

মহারাষ্ট্রের নাসিকের কাছে লাইনচ্যুত জয়নগর এক্সপ্রেসের ১০টি বগি

মহারাষ্ট্রের নাসিকের কাছে দুর্ঘটনার কবলে জয়নগর এক্সপ্রেস। রবিবার দুপুর ৩টে নাগাদ ১১০৬১ এলটিটি-জয়নগর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ডাউন লাইনে লাহভিট এবং দেওলালি (নাসিকের কাছে) এর মধ্যে লাইনচ্যুত হয়। কেন্দ্রীয় রেলের সিপিআরও জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দুর্ঘটনাকবলিত ত্রাণবাহী ট্রেন ও মেডিকেল ভ্যান। সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও-এর মতে, নাসিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দু’জন সামান্য আহত হয়েছেন। দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর কোনও আহত হওয়ার খবর নেই। কারও মৃত্যুও হয়নি। তথ্য অনুযায়ী, জয়নগর এক্সপ্রেস সকাল ১১.৩০ মিনিটে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে নাসিকের উদ্দেশ্যে ছেড়েছিল। দুপুর ৩টে দেবলালি (নাসিকের কাছে) পৌঁছালে ডাউন লাইনের ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে রেলওয়ে এই রুটে যাওয়া কিছু ট্রেন বাতিল করেছে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও অনুসারে, তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে ট্রেন নম্বর- ১২১০৯ ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে মনমাদ, ১২১১০ মনমাদ থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং ট্রেন নম্বর ১১৪০১ নন্দীগ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।