দেশ জোড়া প্রতিবাদ এবং চাপের মুখে পদত্যাগ করল শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভা ৷ রবিবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর, নিজেদের পদত্যাগপত্র তাঁর কাছে জমা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা ৷ পদত্যাগের পর এমনটাই জানিয়েছেন মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য দীনেশ গুণাবর্ধনে ৷ তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ, সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের সঙ্গে দেখা করবেন ৷ সেখানেই বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ গুণাবর্ধনে সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবং আমাদের পদত্যাগপত্র তাঁর হাতে দিয়ে এসেছি ৷’’ তবে, মন্ত্রিসভা পদত্যাগ করলেও রাষ্ট্রমন্ত্রীদের পদত্যাগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ৷ এই মুহূর্তে শ্রীলঙ্কার যা পরিস্থিতি, তাতে বাড়তে থাকা গণ আন্দোলনের জেরে মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগের পরামর্শ দিয়েছে ক্ষমতাশীল সরকারের শরিক দলগুলি ৷ তার বদলে সর্বদলের তথা বিরোধী দলের সম্মতিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনে প্রস্তাব দেওয়া হয়েছে শরিক দলগুলির তরফে ৷