ফের দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। আজ, বুধবার পেট্রল ও ডিজেলের লিটার পিছু ৮০ পয়সা করে দাম বাড়ল ৷ ২২ মার্চ থেকে এ নিয়ে ১৪ বারে মোট ১০ টাকা মূল্য বৃদ্ধি করল মোদি সরকার ৷ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল বিজেপি সরকার ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ৮০ পয়সা বেড়েছিল, আজও একই হারে বাড়ল ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে৷