সন্ত্রাসবাদি হাফিজ সইদকে ৩১ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে পাকিস্তানের আদালত। এছাড়াও ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে তাকে। হাফিজ মহম্মদ সইদ সন্ত্রাসবাদি সংগঠন লস্কর-ই-তইবার চিফ। এই সংগঠন ভারতে বেশ কয়েকটি বড় বড় হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এই সংগঠনের চিফ হাফিজ প্রায়ই ভারত বিরোধী ভাষণ দেন। তিনি তার ভাষনের মাধ্যমে ভারতীয় মুসলিমদের উত্তেজিত করার চেষ্টা করেছেন বহুবার। ভারতের অনুরোধে জাতিসংঘ হাফিজ সাইদকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। তার বিরুদ্ধে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। সন্ত্রাসে অর্থসাহায্যের অভিযোগে গত বছরের ১৭ জুলাই তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত সন্ত্রাসবাদীদের অর্থসাহায্যের দুটি অভিযোগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়। ৭১ বছর বয়সী হাফিজ সাইদ পাকিস্তানের একটি কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে।