দেশ

১২ জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালু পূর্ব রেলওয়ের ৷ গরমের ছুটি পড়লেই আমজনতার মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়তে ৷ আর সব যখন নিউ নর্ম্যাল তখন তো কথাই নেই ৷ ভ্রমণ পিপাসুদের জন্য ১২ জোড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল ৷ গরমের ছুটিতে অতিরিক্ত ভিড় কমাতেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের ৷ এপ্রিল ও মে এই দুই মাস চলবে এই গ্রীষ্ম স্পেশাল ট্রেন ৷স্কুল কলেজের গরমের ছুটির সময় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ে আমজনতার মধ্যে ৷ যার ফলে ট্রেনেও প্রচুর ভিড় হয় এই দুই মাস । তাই হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ ১) ০২৩০৭/০২৩০৮ হাওড়া- নিউ জলপাইগুড়ি- হাওড়া সামার স্পেশাল এপ্রিল, মে ও জুন মাসে চালু থাকবে। ২) ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল প্রতি বুধবার হাওড়া থেকে ছাড়বে । ১৩ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত হাওড়া স্টেশন থেকে রাত্রি ১১ঃ৩৫ মিনিটে ছাড়বে । নিউ জলপাইগুড়ি স্টেশনে পরের দিন সকাল ১০ঃ১০ মিনিটে পৌঁছবে । ৩) ০২৩০৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া সামার স্পেশাল প্রতি বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে । ১৪ এপ্রিল থেকে ৩০ জুন দুপুর ১২ঃ৩৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে হাওড়ার উদ্দেশে । ওই দিন রাত্রি ১১ঃ০৫ মিনিটে হাওড়া পৌঁছাবে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে । ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, বারসই ও কিষানগঞ্জ স্টেশনে দাঁড়াবে । ৪) ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি- হাওড়া সামার স্পেশালের টিকিট ৯ তারিখ অর্থাৎ আজ থেকে ট্রেনের টিকিট পূর্ব রেলের বুকিং কাউন্টার ও অনলাইনে কাটা যাবে । গোটা ট্রেনটিতে শীততাপ নিয়ন্ত্রিত বগি থাকবে বলে জানা যাচ্ছে । এই স্পেশাল ট্রেনের জন্য আলাদা ভাড়ার ব্যবস্থা রাখা হয়েছে ।