হাঁসখালিতে নাবালিকার রহস্যমৃত্যু। এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাঁসখালির ঘটনা নিয়ে অভিযোগ করেন তিনি। এরপরই রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড় । হাঁসখালির ঘটনা নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “শরীরটা পুড়িয়ে দিলেন। আমি লেম্যান হয়ে বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? রেপ হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল বা অন্য কোনও কারণ হয়েছে, নাকি কেউ ধরে দুটো চড় মেরেছে, তাই শরীরটা খারাপ হয়েছে। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা সেটা জানত। পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলে-মেয়ে কেউ কারও সঙ্গে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এটা ইউপি নয় যে আমি লাভ জিহাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে। অ্যাকশন হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং কোনও রঙ দেখা হচ্ছে না।