দেশ

‘বিশ্বের খাদ্য সংকটে সাহায্য করতে প্রস্তুত ভারত’, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনুমতি চাইলেন মোদি

বিশ্বের খাদ্য সংকটে ত্রাতা হয়ে উঠতে পারে ভারত, যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চায়। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিশ্বের খাদ্য সংকট পরিস্থিতির কথা। সেখানেই মোদি বলেন এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে খাদ্য বা শষ্য সরবরাহ করতে তৈরি ভারত। তবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অনুমোদন প্রয়োজন। সেটা পেলেই ভারত এগিয়ে যাবে।  মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে ৬.৯৫ শতাংশ। সরকারি হিসেব থেকেই এই তথ্য সামনে এসেছে মঙ্গলবার। মার্চে খাদ্যদ্রব্যের মূল্যের বিচারে মুদ্রাস্ফীতি বেড়েছে ৭.৬৮ শতাংশ। খুচরো বাজারের মুদ্রাস্ফীতি ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘কমফোর্ট জোন’। এত পরিসংখ্যান না জেনেও অবশ্য পকেটের টান থেকেই মানুষ দিব্যি বুঝতে পারছেন। কিন্তু এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দিলেন গোটা বিশ্বকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে প্রস্তুত কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO বোর্ডে এলে ভারত খাদ্য মজুত সরবরাহ করতে পারে। প্রধানমন্ত্রী মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে “শ্রী অন্নপূর্ণা ধাম”-এ ছাত্রাবাস এবং শিক্ষা কমপ্লেক্সের উদ্বোধন করেন। এরপর তিনি বলেন “বিশ্বের বিভিন্ন অংশে ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যের মজুদ কমে যাচ্ছে। বিশ্ব এখন একটি নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশ্বের খাদ্য মজুদ ভান্ডার প্রায় শেষের পথে। আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম, এবং তিনিও এই বিষয়টি নিয়ে চিন্তিত। আমি পরামর্শ দিয়েছিলাম যে যদি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুমতি দেয়, ভারত আগামীকাল থেকেই বিশ্বকে খাদ্য মজুত সরবরাহ করতে প্রস্তুত।” তিনি বলেন যে ভারতে ইতিমধ্যেই দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে তবে “আমাদের কৃষকরা বিশ্বের মুখে খাবার তুলে দিতে প্রস্তুত। যদিও, আমাদের বিশ্বের আইন অনুযায়ী কাজ করতে হবে, তাই আমি জানি না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন অনুমতি দেবে এবং আমরা বিশ্বকে খাদ্য সরবরাহ করতে পারব।” আদালাজে “শ্রী অন্নপূর্ণধাম ট্রাস্ট”-এর ছাত্রাবাস ও শিক্ষা কমপ্লেক্সের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতের উন্নয়নের জন্য গুজরাটের উন্নয়ন প্রয়োজন।” অন্নপূর্ণধাম ট্রাস্টের আরও কথা বলতে গিয়ে মোদী বলেন, “শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গুজরাট সবসময়ই সমাজে অবদান রেখেছে। পতিদার সম্প্রদায়ও এর অংশ ছিল।” হীরামণি আরোগ্য ধামের ভূমিপুজন অনুষ্ঠিত হয় এদিন। আরোগ্য ধাম সম্পর্কে কথা বলার সময়, প্রধানমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে ডায়ালেসিস সুবিধা আরোগ্য ধামের উদ্দেশ্যকে সফল করবে। আরোগ্য ধামে একই সময়ে প্রচুর সংখ্যক মানুষ ডায়ালেসিস চিকিত্সা পেতে সক্ষম হবে৷ ২৪ ঘন্টা রক্ত​সরবরাহ থাকবে। এই আরোগ্য ধাম মানবজাতির সেবা করবে।”