স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫৫১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, গ্রাম ও শহরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে। তার জন্যই এই কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত। তিনি জানান, খাদ্য দফতরের বিভিন্ন প্রকল্পকে দ্রুত কার্যকর করার জন্য ৩৪২ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এব্যাপারেও এদিন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।