রাজ্য মহিলা তৃণমূল কমিটি পুনর্গঠন করা হল। ৪৪ জনকে নিয়ে সোমবার এই নতুন কমিটি গঠিত হয়েছে। একই সঙ্গে এদিন ৩২টি সাংগঠনিক জেলার সভানেত্রীদেরও নাম ঘোষণা করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৫ মে থেকে মহিলা তৃণমূল কংগ্রেস জনসংযোগ যাত্রা শুরু করবে। তার চূড়ান্ত কর্মসূচি অল্প কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে। ২১ জুলায়ের আগে জেলায় জেলায় সফর করবেন নতুন কমিটির সদস্যরা। তিনি আরও জানান, মন্ত্রী বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রামে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, রাজ্যে একাধিক প্রকল্পে মহিলাদের বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চায়েত স্তরে ৫০ শতাংশ মহিলা আসন সংরক্ষণ করা হয়েছে। তিনি জানান, আগামী বছরের পঞ্চায়েত ভোটেই ৫০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই রাজ্যে মহিলারা রাজনৈতিক ও সামাজিক মর্যাদা পাচ্ছেন। অর্থনৈতিক ভাবে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী।