কর্নাটকের ম্যাঙ্গালোরে মৎস্য প্রক্রিয়াকরণ কারখানায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাজ্যের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও ৩ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই শ্রমিকদের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। মৃত শ্রমিকেরা সকলেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। মৃতদের দেহ রাজ্যের ফিরিয়ে আনতে এবং কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার কর্ণাটক সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন।নবান্নে আজ সোমবার এক সাংবাদিক বৈঠকে এই দুর্ঘটনার খবর জানিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্নাটক সরকারকে চিঠি দেবে। নিহত এবং আহতদের রাজ্যে ফিরিয়ে আনতে এরই মধ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন।’ রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু জানিয়েছেন সরকার নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।