ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২ মে থেকে ৪ মে তিনি জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স সফর করবেন। নতুন বছরে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জার্মানি সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরে দুই নেতা ভারত-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন। এরপর ডেনমার্ক যাবেন প্রধানমন্ত্রী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে কোপেনহেগেনে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ভারত-নর্ডিক দ্বিতীয় সামিটে অংশ নেবেন। ৪ মে ফেরার পথে মোদীর বিমান নামবে ফ্র্যান্সের প্যারিস। সেখানে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি দেখা করবেন।