জেলা

পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সরব বিজেপি সাংসদ অর্জুন সিং

নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পাট শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দেগে এদিন তিনি বলেন ‘জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে’। রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যা রাজ্য রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। একইসঙ্গে তৃণমূলে যোগদান করা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। আর তার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ । কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন অর্জুন। কিন্তু অর্জুনের কথায় কেন্দ্রীয় মন্ত্রী কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধেও সরব হয়েছেন অর্জুন। জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে নিশানা করেন অর্জুন। অর্জুনের অভিযোগ, মলয়চন্দন চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক। যিনি কিনা পাট শিল্পকে ধ্বংস করতে চাইছেন।আর কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পী্যুষ গোয়েল সব জেনেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি বলে সরব হন অর্জুন। বিজেপি সাংসদ বলেন, গত ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর পর পর দুটি বৈঠক করে জুট কমিশন। জুট কমিশনার দাবি করেছিলেন, সেই বৈঠকে কেন্দ্রের বেঁধে দেওয়া পাটের দাম (কুইন্ট্যাল প্রতি ৬ হাজার টাকা) মেনে নিয়েছে রাজ্য। এদিন এই তথ্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন অর্জুন সিং। তাঁর কথায়, “রাজ্য সরকার এই দর মেনে নেয়নি।”  রাজ্য সরকারের হয়ে এদিন সওয়াল করায় তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।