কলকাতা

আগামী ২ মে থেকে গরমের ছুটির জন্য শিক্ষা দফতরকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর

প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। তাই স্কুলে এগিয়ে আনা হল গরমের ছুটি । আগামী ২ মে থেকে গরমের ছুটির জন্য শিক্ষা দফতরকে প্রস্তাব মুখ্যমন্ত্রী। আজ নবান্নে একথাই বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “বাচ্চাদের গরমে সমস্যা হচ্ছে। কষ্ট পাচ্ছে। অনেক বাচ্চার নাক দিয়ে রক্ত বেরচ্ছে। ২ মে থেকে গরমের ছুটি দিয়ে দাও।” শিক্ষা দফতরকে প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ‘আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে’ জাতীয় সঙ্গীত গাওয়ার লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে ৩ পড়ুয়া। প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তাদের। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।