কলকাতা

সল্টলেকে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি

সাতসকালে সল্টলেকে গাড়ি দুর্ঘটনা। সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের কাছে উল্টে গেল চারচাকা গাড়ি। বেপরোয়া গতিতে ওই গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে। গাড়িটির চাকা ভেঙে বহুদূরে ছিটকে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর জখম গাড়ির চালক। পুলিস জানায়, সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের ডি এল ব্লক থেকে এএল ব্লক এর দিকে যাচ্ছিল কালো রংয়ের একটি হোন্ডা ক্রেটা গাড়ি। দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন গাড়ির চালক। সি এল ব্লকের ৫৭ নম্বর বাড়ির উলটো দিকে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। একটি চাকা ভেঙে ৫০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। গাড়ির চালক কোনওভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। তবে গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিধাননগর পূর্ব থানার পুলিস গাড়িটিকে বাজেয়াপ্ত করে।পুলিসের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন।