মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল মমতা-সৌরভের ৷ এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফে সিএবিকে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে জলাজমি থাকায় কিছু সমস্যা হচ্ছে, সেই বিষয়ে তাঁর সঙ্গে সৌরভের কিছু কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডুমুরজলায় রাজ্যের দেওয়া জমিতে সিএবির ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা ৷