দেশ

উত্তর-পূর্বের সব রাজ্য থেকে বিতর্কিত আইন আফস্পা প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী বিতর্কিত আইন আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) প্রত্যাহারের কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷ বৃহস্পতিবার অসমের কার্বি আংলংয়ে এক জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি জানান, উত্তর-পূর্বের সমস্ত রাজ্য থেকে আগামিদিনে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হবে ৷ প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, গত আট বছরে অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ তাই ভবিষ্যতে আফস্পা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে ৷ তবে কবে থেকে এই বিতর্কিত আইনটি প্রত্যাহার করা হবে, তার দিনক্ষণ জানাননি প্রধানমন্ত্রী । এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসাত্মক ঘটনা গত ৮ বছরে প্রায় ৭৫ শতাংশ কমে গিয়েছে ৷ ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দেশের এই প্রান্তে ৷ তিনি বলেন, “তিন দশক ধরে অসমে আফস্পা জারি ছিল ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আর আগের সরকারগুলি আফস্পা প্রত্যাহার করেনি ৷ কিন্তু গত 8 বছরে পরিস্থিতির উন্নতি হওয়ায় অসমের ২৩টি জেলা থেকে আমরা আফস্পা প্রত্যাহার করেছি ৷ ত্রিপুরা, মেঘালয় থেকেও আফস্পা প্রত্যাহার হয়েছে ৷ ” প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, নাগাল্যান্ড ও মনিপুরের পরিস্থিতির দ্রুত উন্নতি করে সেখান থেকে আফস্পা প্রত্যাহারেও সচেষ্ট কেন্দ্র ৷ অসম- মেঘালয় সীমানা বিবাদেরও সমাধান হচ্ছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷ বলেছেন, “অসম ও মেঘালয়ের মধ্যে সীমানা সমস্যার সমাধান এই অঞ্চলের অন্য রাজ্যগুলিকেও তাদের সীমান্ত বিবাদ মেটাতে তৎপর করবে ৷”