দেশ

দেখা গেল ঈদের চাঁদ, মঙ্গলবার ঈদ ঊল ফিতর

আগামীকাল (মঙ্গলবার) সারা বিশ্বে  ঈদ ঊল ফিতর মহা আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আসলে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর পর লখনউয়ের মার্কজি চাঁদ কমিটির ফারাঙ্গি মহলের সদর কাজী বলেছিলেন, রবিবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার ছিল ৩০তম রোজা এবং ঈদ উদযাপিত হবে ৩ মে।