বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনার তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হল খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরী। তার বাড়ি মালদা জেলার পাকুরিয়া থানার পীরগঞ্জ এলাকাতে। সুশান্তকে সামশেরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধেবেলায় বহরমপুর থানার সূর্য সেন রোডের কাছে খুন হন বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী (২১)। সুতপাকে তাঁর মেস থেকে বার করে মেসের দরজার কাছেই ধারালো অস্ত্র দিয়ে বার বার কোপায় সুশান্ত চৌধুরী নামে তাঁরই এক পূর্ব পরিচিত। ওই এলাকার কয়েকজন ব্যক্তি সেই দৃশ্য দেখে সুশান্তকে বাধা দিতে গেলে সুশান্ত তাঁদেরকে একটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর সুযোগ বুঝে সে ওই এলাকা থেকে পালায়। হাড় হিম করা এই হত্যার দৃশ্য নিমেষে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং পুলিশের উপর চাপ বাড়তে থাকে দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করার। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কে এস রাজকুমার একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান সুতপা চৌধুরী খুনের ঘটনার মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকা থেকে রাত সোয়া দশটা নাগাদ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘এই খুনের ঘটনার পরই আমরা মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং আইসি বহরমপুর নেতৃত্বে এবং এস ও জি-র অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযুক্তকে ট্র্যাক করা শুরু করি। পাশাপাশি আমরা অভিযুক্তের বর্ণনা দিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিক এবং মালদা পুলিশের সাথে যোগাযোগ করি এবং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়।’