কলকাতা

ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকেই বৃষ্টি

দক্ষিণবঙ্গে এসেছে কালবৈশাখী। গত শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। যার ফলে নেমে আসে বৃষ্টি সঙ্গে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া। ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নেমেছে বৃষ্টি। আজ, মঙ্গলবার ও বুধবার এরকম ঝড় বৃষ্টি চলবে সব জায়গাতেই, জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না কিছুদিন। এদিন, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯২ শতাংশ। সাত সকালেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। মালদায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।