জেলা

বিরোধী দলনেতা শুভেন্দুর অফিসে পুলিশি হানা, নালিশ পেয়েই রিপোর্ট তলব রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে আচমকাই পুলিশি হানা। যা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানিয়েছেন তিনি। আর এই অভিযোগ পাওয়া মাত্রই রাজ্যের রিপোর্ট তলব করেছেন জগদীপ ধনখড়। জানা গিয়েছে, নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া পাল ভুয়ো ডিগ্রি দেখিয়ে একটি ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মহুয়া পালের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই বিষয়ে তদন্তের জন্যই মহুয়া পালের খোঁজে তমলুকের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রবিবার নন্দীগ্রামে তার বাড়িতে যায়। মহুয়া পালকে তাঁর বাড়িতে না পেয়ে নন্দীগ্রামে বিধায়কের কার্যালয়ে হানা দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীর থেকে ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট করেন। অবিলম্বে এই মর্মে মুখ্যসচিবের থকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। রাজ্যপাল টুইটে লিখেছেন, ”কেন রাজ্যের বিরোধী দলনেতার নন্দীগ্রামের অফিসে পুলিশ বাহিনী গিয়েছিল। আজ রাত ১০টার মধ্যে রাজ্যের মুখ্যসবিকে এই মর্মে বিস্তারিত রিপোর্ট জমা করতে হবে। এই ধরণের ঘটনা রাজ্যারে গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগের।”

https://twitter.com/jdhankhar1/status/1525838607533379585