দূষণ কমানোর পাশাপাশি পেট্রোল ও ডিজেলের ওপর থেকে নির্ভরতা কমাতে রাজ্য সরকার এখন সিএনজি চালিত বাস পরিষেবা চালু করার দিকে বেশি করে ঝুঁকতে চাইছে। সেই সঙ্গে জোর দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত বাসের দিকেও। সেই লক্ষ্যেই সোমবার বিকালে নিউটাউন থেকে পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি নিউটাউনে যে বাস পরিষেবাটির উদ্বোধন করেন তা চলবে সাপুরজি থেকে উল্টোডাঙা অবধি। সাবার্বান বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা চালু করা হয়েছে। নিউটাউনে সাবার্বান বাস পরিষেবা না থাকায় সেখানকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার কথা রাজ্য সরকারের কানে এসেছিল। সেই অসুবিধা কাটিয়ে তোলার লক্ষ্যে এই পরিষেবা চালু করা হল। এই পরিষবার প্রথম পর্যায়ে এদিন ৫টি বাস চালু হল। আগামী দিনে এই প্রকল্প লাভদায়ী হলে আরও দুটি পর্যায়ে আরও ১০টি বাসকে রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে। পরিষেবার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, ‘সিএনজি-র সঙ্গে বেঙ্গল গ্যাস নামে নতুন একটা
কোম্পানি হয়েছে। যারা বাসের রিফিলিং ছাড়াও কলকাতায় গ্যাস সাপ্লাই করবে। আগামী সাত দিনের মধ্যেই কসবাতে আমরা উদ্বোধন করব সিএনজি স্টেশন। পাশাপাশি সব ট্রাম ডিপো গুলোতে যেহেতু পাওয়ার আছে তাই সেখানেও চার্জিং স্টেশন ব্যবস্থা করা হচ্ছে। সিইএসসি এবং বিদ্যুৎ বণ্টন কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারি চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন হবে কলকাতা এবং বৃহত্তর কলকাতা এলাকায়। জ্বালানির দাম এখন আকাশছোঁয়া। নিরন্তর সমস্যায় পড়ছেন বাস মালিকরা। তাই ডিজেলের বিকল্প হিসেবে এই সিএনজি বাস পরিষেবা চালু করা হল। উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত রুটে এই পরিবেশবান্ধব সিএনজি বাস চলবে’। জানা গিয়েছে, উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত ১৭ কিলোমিটারের এই রুটে প্রথম পাঁচ কিলোমিটার স্টেজে ন্যূনতম ২০ টাকা ভাড়া নেওয়া হবে। পরবর্তী প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব রয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে। পরিবহণ দফতর এই প্রস্তাব বিবেচনা করে ভাড়া নির্ধারণ করবে। পরিবেশবান্ধব ও শীতাতপ নিয়ন্ত্রিত এই সিএনজি বাসে থাকছে সিসিটিভির ব্যবস্থা। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।