কলকাতা

আইপিএল-এর জন্য চলবে বাড়তি মেট্রো

আগমী ২৪ এবং ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর উভয় ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। আর এই দুই ম্যাচই শেষ হতে-হতে প্রায় রাত এগারোটার বেশি হয়ে যাবে। তাই সেই সময় দর্শকদের বাড়ি ফেরার কথা চিন্তা করে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও এই প্রথম নয়, এর আগে একাধিকবার আইপিএলের জন্য রাতে বাড়তি ট্রেন চালিয়েছে তারা। আর এই সবটাই হয়েছে দর্শকদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে। মেট্রো রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, মঙ্গল ও বুধবার রাত ১২টার সময় এসপ্লানেড থেকে দক্ষিণেরশ্বরের দিকে এবং কবি সুভাষ স্টেশনের দিকে একটি ট্রেন ছাড়বে। আর এই স্পেশাল ট্রেনগুলি সব স্টেশনেই থামবে। যাত্রীদের জন্য স্মার্ট কার্ড এবং  টোকেন উভয়ই বৈধ।