বিদেশ

‘আমার উপর নজর রাখতে গিয়ে ভুলে যাচ্ছে, দেশের নজর তাদের দিকে’, মোদিকে কটাক্ষ অভিষেকের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র আপত্তি অগ্রাহ্য করে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই চোখের চিকিত্‍সা করাতে দুবাই গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রীও । কিন্তু এর পরও ইডি-র তরফ থেকে সে দেশের সরকারকে অভিষেকের গতিবিধির ওপর নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে ।কেন্দ্রীয় এই সংস্থার এই ভূমিকার পিছনে মোদি সরকারের সমর্থন রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল । আর তাই মঙ্গলবার দুবাই থেকে টুইট বার্তায় মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এই দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেগে অভিষেক একটি টুইট করেন। তাতে অন্য একটি টুইটকে রিটুইট করে সাংসদ লেখেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংস্থাগুলো মানুষের ৩০ হাজার কোটি টাকা লুট করা নীরব মোদী এবং মাল্যদের উপর একই রকম অধ্যবসায় ও উৎসাহ সহকারে যদি নজর রাখত। আমার উপর নজর রাখতে গিয়ে তারা ভুলে যাচ্ছে, গোটা ভারতই এখন তাদের দিকে নজর রাখছে।