নবান্ন থেকে আচমকাই রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল পাঁচটায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে মমতা সরাসরি চলে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু কী কারণে এই সাক্ষাৎ, তা স্পষ্ট নয় । তবে রাজ্যপালকে নিজের আঁকা ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী ৷ উপহার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ধনকড় দম্পতি ৷ শুক্রবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ তার আগে রাজ্যপালের সঙ্গে মমতার সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । ভুলে গেলে চলবে না,
এইবারের বাদল অধিবেশনে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার জন্য বিল পেশ করা হবে । এক্ষেত্রে মনে করা হচ্ছে, সেই বিল পেশ করার আগে রাজ্যপালকে ‘কনফিডেন্সে’ নেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছেন জানতে পেরে রাজভবনের সামনে ছুটে আসেন একদল চাকরিপ্রার্থী । এই মুহূর্তে যারা শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছিলেন । তারা চেষ্টা করছিলেন রাজভবন থেকে বেরোনোর পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন । কিন্তু তাদের এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পুলিশ । সেখানেই শুরু হয় ধস্তাধস্তি । একরকম জোর করেই আন্দোলনকারীদের তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ । চাকরিপ্রার্থীদের দাবি, আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সুখ-দুঃখের কথা জানাতে এসেছিলাম । পুলিশ তা হতে দিল না । প্রসঙ্গত, গতকালই আচমকা পুলিশের চোখে ধুলো দিয়ে নবান্নের নর্থ গেটে পৌঁছে যায় চাকরিপ্রার্থীরা । নবান্নের কাছাকাছি গিয়েই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এই অবস্থায় গতকাল মুখ পুড়েছিল পুলিশের । সে কারণেই এ দিন কোন ঝুঁকি নিতে চাননি কলকাতা পুলিশ কর্তারা । তড়িঘড়ি এই বিক্ষোভ সড়িয়ে পরিস্থিতি সামাল দেন পুলিশ ।
WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022