দেশ

প্রধানমন্ত্রীর উদ্বোধন করার ৪ দিনের মাথায় ধসে পড়লো ৮০০০ কোটি টাকায় তৈরি বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের একাংশ

চলতি সপ্তাহেই ধুমধাম করে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের চার দিনের মাথায় ধসে পড়লো এক্সপ্রেসওয়ের একাংশ। এই ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি। গত ১৬ জুলাই ২৯৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৮০০০ কোটি টাকার এই এক্সপ্রেসওয়েটি চিত্রকূটের ভারতকূপ থেকে এটাওহার কুদ্রেল পর্যন্ত সংযোগ রক্ষা করে। সাত জেলার মধ্যে দিয়ে গিয়েছে এটি। রাতেই এক্সপ্রেসওয়েটির একাংশে ধস নামে। সূত্রে খবর, সালেমপুরের কাছে ছিরিয়ায় এক্সপ্রেসওয়ের উপর ধসের কারণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। যার জেরে বুধবার রাতে দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। আওরাইয়ার অজিতমলের কাছেও রাস্তায় এরকম একটি গর্তের সৃষ্টি হয়েছে। সরকারী আধিকারিকরা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এমনটা হয়েছে। গর্তগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।