বুধবার মানিক ভট্টাচার্যকে প্রায় চোদ্দ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পর আর বিচলিত হতে দেখা গেল না মানিক ভট্টাচার্যকে । বুধবার বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের । কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা আগে অর্থাৎ সকাল দশটা নাগাদ হাজির হয়ে যান মানিক ভট্টাচার্য । শুরু হয় শিক্ষা দুর্নীতি কাণ্ডের ঘটনায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত জেরা করা হয় তাঁকে ৷ মূলত চার দফায় মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন এডি-র গোয়েন্দারা । এর আগে মানিক ভট্টাচার্যের বাড়িতে প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে নথিপত্র । উদ্ধার হওয়া নথিপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী ঘেঁটে ইডি-র গোয়েন্দারা একাধিক তথ্য পেয়েছেন বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।