এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠক ইতিবাচক হয়েছে ৷ শুক্রবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর একথা জানান আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নেতা শহিদুল্লা ৷ আগামী ৮ অগস্ট আবার বৈঠক হবে বলে জানান আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহিদুল্লাহ। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। এদিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সেই বৈঠক বসে। ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন বৈঠক থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের তরফে শহিদুল্লাহ জানান, ‘অভিষেক জানিয়েছেন, একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক হওয়ায় আমরা খুশি।’ চাকরিপ্রার্থীরা আরও জানান, ‘২০১৬ সালের প্রথম এসএলএসটি তালিকাভুক্ত সকলের চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মানবিকভাবে তাঁদের সমস্যার কথা বিবেচনা করেছেন বলে জানান শহিদুল্লাহ। আগামী ৮ আগস্ট এই বিষয়ে পরবর্তী বৈঠক হবে বলে জানান তাঁরা।