কাঠের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নিমতলায়। সকাল ১০টা নাগাদ নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে এক কাঠের গুদামে আগুন লেগে যায়। ওই কাঠের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরাও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী শশী পাঁজা। আগুন নিয়ন্ত্রণে আনতে কোনও সমস্যা হচ্ছে কি না কিংবা কী প্রয়োজন, তা তদারকি করছেন তিনি। স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টা নাগাদ নিমতলায় এক কাঠের গুদামে প্রথম আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর ঘটনাস্থলে পোঁছয় দমকলের ইঞ্জিন। মোট ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। প্রশাসনের তরফে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এদিন স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগিয়েছেন দমকল বাহিনীর সঙ্গে।