কলকাতা

পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ, নির্মাণ কাজ শেষের পথে

টালা ব্রিজের নির্মাণের কাজ এখন প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই মহালয়ার আগে এই সেতু খুলে দেওয়া হতে পারে আমজনতার পাশাপাশি যানবাহন চলাচলের জন্য। ব্যবহারের পক্ষে বিপজ্জনক হয়ে পড়ায় ২০১৯ সালে পুজোর ঠিক আগে পুরানো টালা ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর পুরোনো ব্রিজটি ভাঙার কাজ শুরু হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। প্রায় ৭৫০ মিটার দীর্ঘ নতুন টালা ব্রিজ নির্মাণে ৩০০ কোটি টাকার মতো খরচ হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, নতুন টালা ব্রিজের একটা বড় অংশ রেল লাইনের ওপর দিয়ে গিয়েছে। ফলে রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়েছে।অসেই অনুমোদনের জন্য সেতুর মূল অংশের কাজ বেশ কিছুটা দেরীতে শুরু হয়েছিল। প্রাথমিক পরিকল্পনা ছিল, চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যে নতুন ব্রিজটি চালু করে দেওয়া হবে। কিন্তু প্রথমে লকডাউন ও তারপরে সেতুর নক্সা নিয়ে রেলের টালবাহানায় ব্রিজের কাজ শেষ করতে কিছুটা বেশি সময় লেগেছে বলে অভিযোগ। নতুন টালা ব্রিজ চালু হলে কলকাতার(Kolkata) সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে উঠবে।