কল্যাণী এইমসে চাকরি পেয়ে প্রবল বিপাকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা। বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তাঁকে ইতিমধ্যেই ২ বার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার আরও বড় বিপদ। বেআইনি নিয়োগের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। স্বাভাবিকভাবেই এতে জড়িয়ে গেল বিজেপি বিধায়কের নাম। কলকাতা হাইকোর্টে ওই মামলাটি করেছেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। এনিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। কল্যাণী এইমসে অস্থায়ী পদ চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা মেয়ে ও নদিয়ার হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। এনিয়ে ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিআইডি। পাশাপাশি, মেয়েকে দুবার জিজ্ঞাসাবাদের পর এবার নীলাদ্রি শেখর দানাকে তলব করেছে সিআইডি। এর মধ্যেই আবার এই মামলার ধাক্কা।