ছবির টিজার’ প্রকাশ হতেই বিতর্কে ‘গুমনামী’। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তথ্য বিকৃত না করার আর্জি জানিয়ে এই বাংলা ছবির পরিচালক ও প্রযোজক সংস্থার কর্ণধারকে আইনজীবীর চিঠি পাঠালেন ফরওয়ার্ড ব্লকের নেতা দেবব্রত রায়। সেন্সর বোর্ডের কাছেও তাঁর আবেদন, ছবিটিকে যাতে ছাড়পত্র না দেওয়া হয়। সৃজিত ও প্রসেনজিতের যুগল বন্দিতে আসতে চলেছে ‘গুমনামী’। তবে সৃজিতের কথায়, “আমিও শুনেছি আইনি নোটিস পাঠানো হয়েছে। কিন্তু এখনো হাতে পাইনি। তাছাড়া দেখুন নেতাজির অন্তর্ধান রহস্যের এখনও সমাধান সূত্র মেলেনি। মুখার্জি কমিশন থেকে ছোট-বড় নানা তথ্য বারবার উঠে এসেছে।এলাহাবাদের হাইকোর্টের অর্ডার, এইসব নথিপত্র ঘেঁটে চিত্রনাট্য তৈরি। রিসার্চ করে বানানো হচ্ছে। এবার যদি কেউ মামলা করেন, করবেন। চিঠি হাতে আসুক, তারপর আমার আইনজীবী সেইমতো উত্তর দেবেন।”
West Bengal: Filmmaker Srijit Mukherji gets notice from a lawyer on behalf of his client one Debabrata Roy,asking Mukherji to refrain from misinterpreting facts while depicting the story of Netaji Subhash Chandra Bose in the film 'Gumnami Baba'
— ANI (@ANI) August 16, 2019