দেশ

আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল আরবিআই, একধাক্কায় অনেকটা বাড়বে ইএমআই

আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর ফলে রেপো রেটের পরিমাণ বেড়ে হল ৫.৪০ শতাংশ ৷ মুদ্রাস্ফীতির মোকাবিলা করতেই রেপো রেট বৃদ্ধির পথে হাঁটল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ করোনা শুরুর আগে এই পরিমাণ ছিল ৫.১৫ শতাংশ ৷ নতুন করে এই হার বৃদ্ধির ফলে রেপো রেটের পরিমাণ তার চেয়েও বেশি হয়ে গেল ৷ শীর্ষ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে ঋণ দেয় সেটাকেই বলে রেপো রেট ৷ রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয় তাঁকেই বলে রেপো রেট। যখন এর বিপরীত বিষয়টি ঘটে। অর্থাৎ যে সুদের হারে ব্যাঙ্ক আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট। এই নিয়ে গত ১ বছরে ১.৪০ শতাংশ বাড়ল রেপো রেট ৷ মে মাসে রেপো রেট বেড়ছিল ৮০ বেসিস পয়েন্ট ৷ জুম মাসে বৃদ্ধির পরিমাণ ছিল ৫০ শতাংশ ৷ জানা গিয়েছে আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাসের নেতৃত্বে মনিটারি পলিসি কমিটির সব সদস্যই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন ৷ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরবিআই বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে আরবিআই ৷ তার মধ্যে প্রথমেই দেখা হয় কনজিউমার প্রাইস ইনডেক্স ৷ জুন মাসে সেটি ছিল ৭.০১ শতাংশ ৷ তাছাড়া খুরচো মুদ্রাস্ফীতি জানুয়ারি মাস থেকেই ৬ শতাংশের উপরেই থাকছে ৷ পাশাপাশি পাইকারি মূল্যবৃদ্ধিও থেকেছে দু’অঙ্কেই ৷ ইংল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক অতি সম্প্রতি রেপো রেট ১.৭৫ শতাংশ বাড়িয়েছে ৷ ২৭ বছরের মধ্যে একসঙ্গে এতটা রেপো রেট কখনও বাড়ায়নি ইংল্যান্ডের শীর্ষ ব্যাঙ্ক ৷ সবমিলিয়ে রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল আরবিআই।যার জেরে পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্কের লোনের ইএমআই গুলি আরও মহার্ঘ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, রেপো রেট বৃদ্ধির ফলে গাড়ি, বাড়ি থেকে শুরু করে সব ধরনের ঋণেরই সুদের হার আরও বাড়বে। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে ইএমআই। ফলে পকেটে চাপ বাড়বে সাধারণ মানুষের পকেটের উপর।