কলকাতা

‘তাঁর মক্কেল ও অর্পিতার মধ্যে কোনও সম্পর্ক নেই, উদ্ধার হওয়া সমস্ত ডিড নকল’, দাবি পার্থ-র আইনজীবীর

সবই নকল। এমনটাই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। শুক্রবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি চলাকালীন জল্পনা বাড়ালেন আইনজীবী। এদিন তাঁর আবেদন ছিল, মক্কেলের জামিন মঞ্জুর করা হোক। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেল প্রভাবশালী তকমা কাটাতে বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এদিন আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়নি কিছুই। ঘুষ কাণ্ডের কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি আইনজীবীর। তিনি বলেন, তাঁর মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। পালানোর মানুষ নন পার্থ। আইনজীবীর দাবি, তাঁর মক্কেল সাধারণ মানুষ। আইনজীবী বলেন, তাঁকে ইতিমধ্যেই বিভিন্ন পদ থেকে সরানো হয়েছে। বাকি যে সমস্ত পদে রয়েছেন, সেই সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়ে চান তিনি। শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত যে সমস্ত ডিড উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত কিছুই নকল। ওই সমস্ত ডিড আসল কি না, তা তদন্ত সাপেক্ষ বলেও দাবি আইনজীবীর। আইনজীবী বলেন, যা তথ্য হিসেবে পেশ করা হয়েছে তা সত্যি কি না, সেই প্রমাণ করার দায় তাঁদের, যারা পেশ করেছেন। আইনজীবীর আরও দাবি, তাঁর মক্কেল অসুস্থ। বয়স ৭২। তাঁর ক্রমাগত মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন।অন্যদিকে, ইডির আইনজীবীর দাবি, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা করছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তা না কি লুকিয়ে রাখার নির্দেশ ছিল। দাবি, তদন্তে উঠে এসেছে আরও ৩ টি নতুন কোম্পানির কথা। আরও দাবি, খোঁজ মিলেছে একটি ট্রাস্ট ও আরও ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের।  সূত্রের খবর, তাঁর জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। ইডি আধিকারিকরা চান তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে। দুই পক্ষের কথা শুনেছেন বিচারপতি। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে,  রায়দান স্থগিত।এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনিজীবী বলেন, তাঁর মক্কেল ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে কোনও সম্পর্ক নেই। তাঁর মক্কেলকে বলির পাঁঠা করা হচ্ছে।