দেশ

মাঝ আকাশে মালেগামী গো ফার্স্ট বিমানের ইঞ্জিন বিকল, কোয়াম্বেটুরে জরুরি অবতরণ

শুক্রবার বেঙ্গালুরু থেকে মলদ্বীপের রাজধানী মালের উদ্দেশে রওনা হওয়া এক বেসরকারি বিমানের ইঞ্জিন আচমকাই খারাপ হয়ে যায়। কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে কোয়াম্বেটুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। শেষ পর্যন্ত বিমানের ইঞ্জিন মেরামত করিয়ে বিকেল পাঁচটা নাগাদ মালের উদ্দেশে রওনা হয় বিমানটি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক । গো ফার্স্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু থেকে ৩২০ বোয়িং মডেলের এয়ারবাসটি ছাড়ার ঘন্টাখানেক বাদেই ইঞ্জিন অত্যাধিক গরম হয়ে ওঠে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে কোয়াম্বেটুর বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।