পরিশ্রুত পানীয় জল পরিষেবায় বিজেপি সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি। কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পের সাথে বর্তমানে দেশের মোট ১০ কোটি গ্রামীণ পরিবার যুক্ত হল বলে গোয়ায় একটি অনুষ্ঠানে জানান তিনি। এরমধ্যে গত ৩ বছরে তার সরকার সাত কোটি পরিবারকে এই প্রকল্পের সাথে যুক্ত করেছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। গোয়ায় ‘হর ঘর জল উৎসব’ অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন যে ভারত তার ‘অমৃত কাল’ সময়ে তিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। শুক্রবার দেশের মোট ১০ কোটি গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পরিশ্রুত জল সুবিধার সাথে সংযুক্ত করা হল বলে জানান। এটা সবার চেষ্টার ফল বলেও মনে করছেন তিনি। জলশক্তি মন্ত্রকের বিবৃতি অনুসারে, গোয়া ও দাদরা এন্ড নগর হাভেলি এবং দমন ও দিউ দেশে প্রথম কেন্দ্রের ‘হর ঘর জল’ প্রত্যয়িত রাজ্য। যেখানে সমস্ত গ্রামীণ পরিবার কলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পেয়ে থাকে। গোয়াবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশ এবং বিশেষ করে BJP শাসিত রাজ্যে ‘হর ঘর জল’ প্রকল্পের ব্যাপক প্রসার হয়েছে। সেই সঙ্গে তুলে ধরেন স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Mission) প্রসঙ্গও। গ্রামগুলিকে উন্মুক্ত মলত্যাগ মুক্ত করার পরিকল্পনা তাঁর সরকার নিয়েছিল বলে জানান মোদী।