জেলা

বঙ্গোপসাগরের ট্রলার ডুবি, উদ্ধার ১৩ মৎস্যজীবী, নিখোঁজ ৫

খারাপ আবহাওয়ায় জেরে ট্রলার উলটে বিপত্তি বঙ্গোপসাগরে ৷ জেলা প্রাশাসন ও উপকূলরক্ষীবাহিনীর তৎপরতায় ট্রলারে থাকা ১৩ মৎস্যজীবীকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও, এখনও নিখোঁজ ৫ মৎস্যজীবী ৷ ইতিমধ্যেই উলটে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও ৩টি ট্রলার নামানো হয়েছে বঙ্গোপসাগরে৷ শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কেঁদো দ্বীপের কাছে ৷ জানা গিয়েছে, গত ১৫ অগস্ট এফবি সত্যনারায়ণ ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে বেরোয়। কিন্তু হঠাৎই নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে ৷ ফিরতে শুরু করে ট্রলারগুলি ৷ সেইসময়েই শুক্রবার সকালে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে উলটে যায় এফবি সত্যনারায়ণ ট্রলারটি ৷ খবর পেয়েই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলার মৎস্য দফতর ও কোস্ট গার্ডকে খবর দেওয়া হলে তাঁরা এসে উদ্ধার কার্য শুরু করেন ৷ উলটে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও ৩টি ট্রলার নামানো হয়েছে ৷