দেশ

এবার খোদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপে এলো হুমকি

এবার খোদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপে এল হুমকি ৷ জানা গিয়েছে, এই হামলার বার্তাটি পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছে ৷ তাতে লেখা হয়েছে, ভারতে জঙ্গি হামলা চালাবে ৬জন ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ এই ঘটনা ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলার আতঙ্ক মনে করিয়ে দেয় ৷ তাছাড়া মাত্র দু’দিন আগে মহারাষ্ট্রের রায়গড়ে একটি বোট থেকে উদ্ধার হয় একে ৪৭ । এরপর এই ঘটনা ঘিরে স্বভাবতই সতর্ক প্রশাসন । মুম্বই পুলিশের ক্রাইম বাঞ্চ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ২০০৮ সালের হামলায় প্রয়াত হয়েছিলেন ১৬৬ জন । প্রায় ১৪ বছর আগের সেই হামলায় আহত হন ৩০০-রও বেশি মানুষ ৷ দেশের ইতিহাসে আজও একটি ভয়ঙ্কর দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ২০০৮ সালের ২৬ নভেম্বর ।