রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। কলকাতার আকাশ মেঘলা। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাশ আবহাওয়া দফতরের। গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গল এবং বুধবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে খবর, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।