বিদেশ

ব্রিটেনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেন ৷ সোমবার, ১৯ সেপ্টেম্বর রাজকীয় প্রথা মেনে হতে চলেছে প্রয়াত রানির শেষকৃত্য৷ সেই উপলক্ষে আমন্ত্রিত ৫০০ বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ৷ ব্রিটেনের সম্প্রচারক বিবিসির মতে, রেকর্ড ৭০ বছরের শাসক রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে ইভেন্ট, যার সঙ্গে অন্য কোনও ইভেন্টের কোনও

তুলনা করা যাবে না ৷ এলিজাবেথের উত্তরসূরি তৃতীয় কিং চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা লন্ডনের বাকিংহাম প্যালেসের রাষ্ট্রীয় রিসেপশনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৷ ব্রিটেনের সংসদের ওয়েস্টমিনস্টার হলে শায়িত রানির কফিনবন্দি দেহ ৷ তার উপর সজ্জিত রয়েছে তাঁর মুকুট ৷ রানির কফিনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বিদেশি প্রতিনিধিরা রিসেপশনে মিলিত হবেন ৷ গোটা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আর্ল মার্শাল দ্য ডিউক অফ নরফোক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগামী কয়েকদিনেক রাষ্ট্রীয় শেষকৃত্যের অনুষ্ঠান গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস ৷”