গরুপাচার কাণ্ডে এবার সিবিআই ব়্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ৷ এদিন সকালে তাঁকে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়েছে এ সেছেন সিবিআই আধিকারিকরা ৷ প্রসঙ্গত, এর আগে তাঁর সঙ্গে কথা বলতে সিবিআই আধিকারিকরা বোলপুরের বাড়িতে গিয়েছিলেন ৷